পরীক্ষার নিয়ম এবং প্রবিধান

  • এই পরীক্ষা শুধুমাত্র   Student   এর জন্য প্রযোজ্য ।
  • প্রথমে   login   করতে হবে ।
  • একটি   Topic   নির্বাচন করতে হবে ।
  • যখন প্রশ্ন নির্বাচন করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে সময় নির্ধারণ হবে ।
  • Start   বাটনে ক্লিক করলে পরীক্ষা শুরু হবে ।
  • পরীক্ষা শেষ হাওয়ার  5  মিনিট আগে সতর্ক করা হবে ।
  • নির্ধারিত সময় পরে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা Submit হবে ।
  • সময় শেষে ফলাফল দেখা যাবে ।

COMPUTER   WORLD COMPUTER   WORLD

তথ্য প্রযুক্তির নতুন দিগন্ত ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন। ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং ১কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন। ২০০৭ সাল থেকে The Society Registration ACT-1860 (ACT XXI OF 1860) এর আওতায় সেবামূলক কাজের জন্য সরকারি অনুমোদন নিয়ে দেশের বহু বেকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে আইটি শিক্ষায় শিক্ষিত করে দেশের আত্ম-কর্মসংস্থানের পথ দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন।নীরবে-নিভৃতে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাজধানী ঢাকার বুকে। সমগ্র বাংলাদেশে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন এর প্রায় ৪৯০(চার শত নব্বই) টির উপরে ব্রাঞ্চ রয়েছে।

"তথ্য প্রযুক্তির কল্যাণে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।"

মোঃ সোহরাব হোসেন শুভ
চেয়ারম্যান, ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন

Find Online Exam Result

COMPUTER WORLD

Stay with us

  • 0
  • 0

Cart

Item removed. Undo