Terms & Condition
- Acceptance of Terms
By using our website, enrolling in our courses, or accessing our services, you agree to follow these terms and conditions. If you don’t agree with any part of them, we kindly ask that you do not use our services.
- Course Enrollment
2.1 Registration: To sign up for our courses, you may need to create an account. Please provide accurate and up-to-date information during registration and keep it updated.
2.2 Payment: Course fees and payment details are listed on our website. By enrolling, you agree to pay the applicable fees.
2.3 Course Access: Once your registration and payment are complete, you’ll gain access to your course. Please note that course access is personal and cannot be shared or transferred to others.
- User Conduct:
We expect all users to: Use our website and services responsibly and lawfully.
Avoid any activities that could disrupt the website’s functionality or compromise its security.
- Intellectual Property:
All course content, including text, graphics, videos, and software, belongs to Computer World and is protected by copyright laws.
You cannot copy, share, or display course materials without our written permission.
- Refund Policy: Refunds for courses are subject to our refund policy, which is available on our website. Please review it for specific guidelines.
- Privacy Policy: Your personal information is protected under our Privacy Policy. By using our services, you agree to how we collect, use, and protect your data.
- Termination: We reserve the right to suspend or terminate your access to our website, courses, or services if these terms are violated. This can happen with or without prior notice.
- Changes to Terms: Computer World may update these terms at any time. Changes will take effect as soon as they are posted on our website. By continuing to use our services, you agree to the updated terms.
- Contact Us: If you have any questions about these terms, feel free to reach out to us:
Email: cwdfa1@gmail.com,
Mobile: 01733068802,
Facebook: https://www.facebook.com/cwdhaka
We’re thrilled to support your learning journey. Let’s achieve your goals together!
শর্তাবলী
১. শর্তাবলীর গ্রহণযোগ্যতা:
আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, কোর্সে নাম লেখিয়ে, অথবা আমাদের সেবা গ্রহণ করে, আপনি এই শর্তাবলী মেনে চলতে সম্মত হন। যদি আপনি কোনো অংশের সাথে একমত না হন, তবে দয়া করে আমাদের সেবা ব্যবহার করবেন না।
২. কোর্সে নাম লেখানো:
২.১ নিবন্ধন: আমাদের কোর্সে নাম লেখানোর জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। নিবন্ধনের সময় সঠিক ও আপডেট তথ্য প্রদান করুন এবং তা হালনাগাদ রাখুন।
২.২ পেমেন্ট: কোর্সের ফি এবং পেমেন্টের বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। কোর্সে ভর্তি হয়ে আপনি নির্ধারিত ফি পরিশোধে সম্মত হন।
২.৩ কোর্স অ্যাক্সেস: নিবন্ধন ও পেমেন্ট সম্পন্ন হলে আপনি আপনার কোর্সে প্রবেশাধিকার পাবেন। মনে রাখবেন, কোর্স অ্যাক্সেস ব্যক্তিগত এবং তা অন্যের সাথে শেয়ার বা হস্তান্তর করা যাবে না।
৩. ব্যবহারকারীর আচরণ:
আমরা প্রত্যাশা করি সকল ব্যবহারকারী:
- আমাদের ওয়েবসাইট এবং সেবা দায়িত্বশীল ও বৈধ উপায়ে ব্যবহার করবেন।
- ওয়েবসাইটের কার্যকারিতা ব্যাহত করতে পারে বা এর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন কার্যক্রম থেকে বিরত থাকবেন।
৪. মেধাস্বত্ব:
সব কোর্স সামগ্রী, যেমন টেক্সট, গ্রাফিক্স, ভিডিও এবং সফটওয়্যার, কম্পিউটার ওয়ার্ল্ডের সম্পত্তি এবং কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত।
আমাদের লিখিত অনুমতি ছাড়া আপনি কোর্সের উপকরণ কপি, শেয়ার বা প্রদর্শন করতে পারবেন না।
৫. ফেরত নীতি:
কোর্সের জন্য ফেরতের নীতি আমাদের ওয়েবসাইটে উল্লিখিত। নির্দিষ্ট নির্দেশনার জন্য অনুগ্রহ করে তা পর্যালোচনা করুন।
৬. গোপনীয়তা নীতি:
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের গোপনীয়তা নীতির আওতায় সুরক্ষিত। আমাদের সেবা ব্যবহার করে আপনি তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষার নিয়ম মেনে চলতে সম্মত হন।
৭. সেবা বন্ধ করা:
যদি কেউ এই শর্তাবলী লঙ্ঘন করেন তবে, আমাদের ওয়েবসাইট, কোর্স বা সেবা ব্যবহারের অধিকার স্থগিত বা বাতিল করার অধিকার আমরা সংরক্ষণ করি। এটি পূর্ব নোটিশ সহ বা ছাড়াই ঘটতে পারে।
৮. শর্তাবলীর পরিবর্তন:
কম্পিউটার ওয়ার্ল্ড যেকোনো সময় এই শর্তাবলী আপডেট করতে পারে। পরিবর্তনগুলো ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথেই কার্যকর হবে। আমাদের সেবা ব্যবহার চালিয়ে গেলে আপনি আপডেটকৃত শর্তাবলী মেনে নিতে সম্মত হন।
৯. যোগাযোগ করুন:
এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:
- ইমেইল: cwdfa1@gmail.com
- মোবাইল: ০১৭৩৩০৬৮৮০২
- ফেসবুক: https://www.facebook.com/cwdhaka
আমাদের সাথে আপনার শেখার যাত্রায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত। চলুন একসাথে আপনার লক্ষ্য পূরণ করি!