girl-with-camera

 

গ্রাফিক্স ডিজাইন  কি?

 

গ্রাফিক্স ডিজাইন হলো একটি Digital Art. নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কাল্পনিক তথ্য বা চিত্রকে রং ,রেখা ,ডিজাইন এর মাধ্যমে ভিজ্যুয়ালই প্রেজেন্ট করাকে গ্রাফিক্স ডিজাইন বলে।

 বর্তমান এই ডিজিটাল মার্কেটিং এর যুগে অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে গ্রাফিক্স ডিজাইন। ডিজিটাল মার্কেটিং এর বেশির ভাগ কাজই করে থাকে গ্রাফিক্স ডিজাইনাররা। গ্রাফিক্স ডিজাইনাররা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন চিত্রকে রং ,রেখা ,ডিজাইন এর মাধ্যমে ভিজ্যুয়ালই প্রেজেন্ট করে।

 গ্রাফিক্স ডিজাইন হচ্ছে মূলত একটি সৃজনশীলতার খেলা, আপনি আপনার সৃজনশীলতাকে যত বেশি কাজে লাগবেন আপনার কাজ তত বেশি সুন্দর হবে।

 

গ্রাফিক্স ডিজাইন করার জন্য কি কি প্রয়োজন ?

 

গ্রাফিক্স ডিজাইন এর প্রধান হাতিয়ার হচ্ছে সৃজনশীলতা। আর এই সৃজনশীলতা প্রকাশ করার জন্য প্রয়োজন হবে গ্রাফিক্স ডিজাইন এর কিছু softwere এবং ফুলস্পিড ইন্টারনেট কানেকশন যুক্ত কম্পিউটার। গ্রাফিক্স ডিজাইন এর softwere সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কখনোই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবো না।  তাই একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আমাদের আগে গ্রাফিক্স ডিজাইনের softwere গুলো সম্পর্কে আগে জানতে হবে।  নিচে গ্রাফিক্স ডিজাইনের জনপ্রিয় কিছু softwere সম্পকর্কে আলোচনা করা হলো :

১. এডোবি ফটোশপ : গ্রাফিক্স ডিজাইনারদের মধ্যে বেশির ভাগ মানুষ এডোবি ফটোশপটাই বেশি ব্যবহার করে। আর এই softwere এ অনেকগুলো অবজেক্ট নিয়ে একসাথে কাজ করা যায়।  এডোবি ফটোশপ সাধারণত Windows এবং macos এ ব্যবহার করা যায় এবং এর ৭ দিনের ফ্রি ট্রায়াল এর দাম হলো (US$20.99/mo).

২.এডোবি ইলাস্ট্রেটর: গ্রাফিক্স ডিজাইনে ইউনিক ডিজাইন তৈরী করার জন্য সবচেয়ে পারফেক্ট softwere হচ্ছে ইলাস্ট্রেটর। এখানে অনেক সূক্ষ ভাবে ডিজাইন করা যায়। এটিও ফটোশপ এর মতো Windows এবং macos এ ব্যবহার করা যায় এবং এর ৭ দিনের ফ্রি ট্রায়াল এর দাম হলো (US$20.99/mo).

৩.ক্যানভা: ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক্স ডিজাইন softwere. এখানে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় যা কাস্টমাইজ করে আমরা আমাদের মনের মতো কোনো ডিজাইন রেডি করতে পারি ক্যানভা সাধারণত Browser, ios, Android এ ব্যবহার করা যায় এবং এটি ফ্রি তবে এর প্রিমিয়াম  ভার্সন এর দাম হচ্ছে (US $12.99/mo).

৪. Inkscape: Inkscape কোনো টেমপ্লেট না এটি কোলাবরেশন করা যায়। Inkscape সাধারণত ব্যবহৃত হয় Windows, macOS, Linux এ। আর এটি সম্পূর্ণ ফ্রি।

 

গ্রাফিক্স ডিজাইন কেন শিখবো?

 

 গ্রাফিক্স ডিজাইন আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে।

প্রতিদিনের প্রায় প্রতিটি কাজেই যদি আমরা লক্ষ করি তাহলে দেখতে পারবো যে প্রায় সব জায়গাতেই  গ্রাফিক্স ডিজাইন আছে যেমন আমাদের ব্যবহৃত টি-শার্ট এ যেই লোগো বা ডিজাইন থাকে তা কিন্তু গ্রাফিক্স ডিজাইন এর কাজ  আবার আমরা যদি স্কুল কলেজ এর বার্ষিক ম্যাগাজিন বা ব্যানার এর দিকে লক্ষ করি তাহলে দেখতে পারবো সেখানেও গ্রাফিক্স ডিজাইন এর কাজ ।

আর গ্রাফিক্স ডিজাইন এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গার্মেন্টস যেখানে প্রতিনিয়তই  গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজন হয় এছাড়া বিভিন্ন সুপারশপ, কারখানা, শিখাপ্রতিস্থান, রেস্টুরেন্ট সহ প্রায় বেশির ভাগ জায়গাতেই আমরা গ্রাফিক্স ডিজাইন এর ছোঁয়া পাই।

অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে বোঝাই যায় যে বর্তমান এ প্রায় কতটা যায়গা জুরে রয়েছে গ্রাফিক্স ডিজাইন। যেহেতু বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক বেশি তাই আমরা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গ্রাফিক্স ডিজাইন এ একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারি। তাই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলার জন্য হলেও আমাদের গ্রাফিক্স ডিজাইন শিখা উচিত।

 

গ্রাফিক্স ডিজাইন কি কি কাজে ব্যবহৃত হয়?

 

বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক বেশি। গ্রাফিক্স ডিজাইন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই জড়িয়ে আছে। তারপরও যে সকল কাজ গুলোতে গ্রাফিক্স ডিজাইন বেশি ব্যবহৃত হয় সেগুলো হল :

⏺  প্রিন্টের কাজে ( বই, কফি মগ, পেপার, কাপর, মেগাজিন)। ⏺  অ্যালবাম কভার ⏺  ব্যানার বিজ্ঞাপন ⏺  ইনভিটেশন কার্ড ⏺  লোগো ডিজাইন

⏺  টি-শার্ট ডিজাইন ⏺  ভিজিটিং কার্ড ⏺  ভাউচার ⏺  বুক কভার ⏺  লিফলেট ও ব্রোশার ⏺  প্রোডাক্ট প্যাকাজিংএ ⏺  বিলবোর্ড ⏺  ম্যাগাজিনে

এছাড়াও আরও অনেক কাজ আছে যেখানে গ্রাফিক্স ডিজাইন ব্যাবহার হয়।

 

সফল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য কি কি স্কিল প্রয়োজন?

 

বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক বেশি। তাই একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে যদি আমরা নিজেদের ক্যরিয়ার গরতে চাই তাহলে এটা  আমাদের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। আর এই ক্যরিয়ার গড়ার  জন্য আমাদের অনেক স্কিলড হতে হবে।  

গ্রাফিক্স ডিজাইন  নিয়ে ক্যরিয়ার গড়ার  জন্য আমাদের সবার আগে দরকার হবে :

  • যেকোনো কাল্পনিক ভাবনাকে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার দক্ষতা।

 

  • অতি সূক্ষ থেকে সূক্ষতর বিষয়ে মনোযোগী হবার ক্ষমতা।

 

  • একই বিষয়ে বিভিন্ন ধরণের ডিজাইন করতে পারার ক্ষমতা।

 

  • প্রতিনিয়ত শিক্ষার মানসিকতা ও ধৈর্য থাকতে হবে।

 

  • নিজের সৃজনশীলতাকে আরো বৃদ্ধি করতে হবে।

 

  • আমাদের পোর্টফোলিও থাকতে হবে।

 

 

ডিজাইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর ধারণা থাকতে হবে যেমন :

কালার থিওরি এবং প্যালেট , টাইপোগ্রাফি , ফটো রিটাচ , shadow effect , লাইটিং ইফেক্ট

 

এগুলোর পাশাপাশি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে গ্রাফিক্স ডিজাইনের ২ টি বিষয় যেমনঃ

ফাইন আর্টস এবং মিডিয়া স্টাডিস

 

এই ২টি বিষয় এর উপর ডিগ্রি নিতে পারি।

তবে গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচেয়ে বেশি যা দরকার তা হচ্ছে পোর্টফোলিও।  প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকুক না থাকুক পোর্টফোলিও অবশ্যই থাকতে হবে।

 

ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন :

 

আপনি যদি চান একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজের ক্যরিয়ার গড়তে তাহলে আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।  কারণ বর্তমানে  গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা অনেক বেশি। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি ঘরে বসে ফ্রিলানসিং এর মাধ্যমে যেমন আয় করতে পারবেন তেমন চাইলে যেকোনো ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারবেন। 

কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা অনেক বেশি যেমনঃ

  • 1.Marketing and Advertising agency
  • 2.multimedia production company
  • 3.television company
  • 4.printintg house

এ ধরণের কোম্পানিতে আপনি চাইলে কাজ করতে পারেন এখানে শুরুতে বেতন কম হলেও একসময় আপনি এখন থেকে মাস এ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে freelancing করতে চান তাহলে এটি হবে আপনার জন্য মুক্ত পেশা।  এর মাধমেও আপনি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।  আপনার যদি ভালো স্কিল এবং ভালো পোর্টফোলিও থাকে তাহলে আপনি চমৎকার একটি ক্যরিয়ার গড়ে তুলতে পারবেন গ্রাফিক্স ডিজাইন এর উপর।

তাই বলা যায় যে , ক্যরিয়ার গঠনে গ্রাফিক্স ডিজাইন অনেক ভালো একটি সিদ্ধান্ত।

Our Blogs

alt

ডিজিটাল মার্কেটিং কোর্স কেনো...

alt

ফ্রিলান্সিং কি? কিভাবে শুরু...

alt

ভিডিও এডিটিং কেন করা...

  • 0
  • 0

Cart

Item removed. Undo
Join Free Seminar
GET DISCOUNT