girl-with-camera

ভিডিও এডিটিং কি ?

 

কোনো সাধারণ ভিডিও কে বিভিন্ন এফেক্ট এর মাধ্যমে  নতুনত্ত প্রদান করা এবং আকর্ষণীয় করে উপস্থাপন করার প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলে।

 অর্থাৎ সাধারণ কোনো ভিডিওকে কাট , ক্রপ , স্প্লিট করে বিভিন্ন ইফেক্ট , সাউন্ড , এলিমেন্ট যোগ করে ভিডিওটিকে আকর্ষণীয় করে তোলা হয় ভিডিও এডিটিং এর মাধ্যমে। যারা ভিডিও এডিটিং এর কাজ করে তাদের ভিডিও এডিটর বলা হয়। ভিডিও এডিটররা যে কোনো ভিডিওকে স্পেশাল ইফেক্টস ,ভিএফএক্স, এবং গ্রাফিক্স দ্বারা এমন ভাবে এডিট করে যা দেখলে বাস্তবের মতো মনে হয়। ভিডিও এডিটিং হল একটি এডিট বা মেন্যুপুলেট করার প্রক্রিয়া যার মাধ্যমে মোশন ভিডিও প্রোডাকশন ফুটেজ , স্পেশাল এফেক্ট এবং সাউন্ড রেকর্ডিং ব্যাবহার করে ভিডিওকে আরও সুন্দর করা হয় । অনুভূতি প্রকাশ এর অন্যতম একটি  মাধ্যম হচ্ছে ভিডিও।  আর সেই ভিডিও কে কোয়ালিটি ফুল করার জন্য , বাস্তবিক একটি রূপ দেয়ার জন্য ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে।

যা আমরা উপরোক্ত আলোচনা থেকে কিছুটা হলেও জানতে পেরেছি।

 

ভিডিও এডিট করার জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন ?

 

বর্তমার সময়ে প্রায় বেশির ভাগ মানুষ ভিডিও দেখতে পছন্দ করে।  হিসাব করলে দেখা যাবে যে ১০০ এর মধ্যে প্রায় ৯০ ভাগ মানুষ ভিডিও দেখতে পছন্দ করে।  আর এই ৯০ ভাগ মানুষ এর কাছে নিজের ভিডিওকে আকর্ষণীয় করার জন্য ভিডিও কে এডিট করতে হয় আর এই এডিট করার জন্য আমাদের কিছু সফটওয়ার প্রয়োজন।  নিচে ওই সকল সফটওয়ার গুলোর তুলে ধরা  হলো :

 

ইউটিউব ভিডিও এডিট করার জন্য ব্যবহৃত হয় যে সকল সফটওয়ার :

  • Adobe premiere pro
  • Lightworks
  • Adobe after effect
  • Final cut pro ex
  • iMovie
  • Shortcut
  • Free make

নতুনদের জন্য সহজে ভিডিও এডিট করার জন্য কিছু সফটওয়্যার :

 

  • Movavi video editor plus
  • Apple iMovie
  • 4 Express
  • Blender
  • Pinnacle Studios
  • Lumen 5 Hitfilm
  • Nero video

 

ম্যাকবুকে সহজে ভিডিও এডিট করার জন্য কিছু সফটওয়্যার :

 

  • iMovie
  • Video editor
  • Openshot
  • Lightworks
  • The DaVinci solution
  • Moviemator

 

পিসির জন্য সহজে ভিডিও এডিট করার জন্য কিছু সফটওয়্যার :

 

  • Hit Film Express
  • Shortcut
  • Light Works
  • Open shot
  • Movie Maker 10

 

ফ্রি ভিডিও এডিট করার সফটওয়্যার :

 

  • Lightworks
  • DaVinci Solutions
  • Shortcut
  • Openshot
  • VSDC

 

মোবাইলফোনের সহজে ভিডিও এডিট করার জন্য কিছু সফটওয়্যার :

  • Kine Muster
  • Power Director
  • Inshot

 

ভিডিও এডিটিং কেন প্রয়োজন ?

ভিডিও এডিট করে আজকাল মানুষ অনেক টাকা ইনকাম করছে। বর্তমানে অনেক ভিডিও শেয়ারিং সাইড তৈরী হয়েছে যেখানে ভিডিও এডিট করে ছেড়ে দিয়ে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ভিডিও এডিট করে আজকাল মানুষ অনেক টাকা ইনকাম করছে। বর্তমানে অনেক ভিডিও শেয়ারিং সাইড তৈরী হয়েছে যেখানে ভিডিও এডিট করে ছেড়ে দিয়ে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ইউটিউব এ গেলেই  আমরা শুধু ভিডিও আর ভিডিও দেখতে পাই এই ইউটিউব এ ভিডিও ছেড়ে মানুষ মাসে অনেক টাকা ইনকাম করে।  তাছাড়া অনেক সামাজিক অনুষ্ঠানেও আমরা দেখি যে স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও করে রাখে এবং পরবর্তীতে এটিকে খুব সুন্দর করে এডিট করে দেয়।  আর এই কাজ গুলো যারা করে থাকে তারা খুবই দক্ষতার সাথে কাজ গুলো করে থাকেন।  আজকাল প্রায় ৯০ ভাগ মানুষ ভিডিও দেখতে পছন্দ করে আর আপনার ভিডিও যদি একবার মানুষ এর কাছে ভালো লেগে যায় তাহলে মানুষ আপনার ভিডিও দেখবেই।  যা আপনাকে ইনকাম করতে সাহায্য করবে।

তাই আমি মনে করি ভিডিও এডিটিং প্রায় সবারই শেখা উচিত।

Our Blogs

alt

ডিজিটাল মার্কেটিং কোর্স কেনো...

alt

ফ্রিলান্সিং কি? কিভাবে শুরু...

alt

ভিডিও এডিটিং কেন করা...

  • 0
  • 0

Cart

Item removed. Undo
Join Free Seminar
GET DISCOUNT