girl-with-camera

ফ্রিল্যান্সিং কি?

 

ফ্রিল্যান্সিং কি জানার আগে আমাদের জানতে হবে ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হলো মুক্তপেশা বা স্বাধীন ভাবে কাজ করা। অর্থাৎ যে কাজে কোনো সময়সীমা বা বাধ্য বাধকতা থাকে না । ফ্রিল্যান্সিং হলো একটি মাধ্যম যার দ্বারা স্বাধীনভাবে ইন্টারনেট থেকে অনলাইন ইনকাম করা যায়।

 অর্থাৎ স্বাধীন ভাবে ইন্টারনেট থেকে অনলাইনে ইনকাম করার উপায় বা মাধ্যমকে ফ্রিল্যান্সিং বলে ।

 ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর হয়ে থাকে।  অনলাইন থেকে বিভিন্ন সূত্রের মাধ্যমে যেকোনো কাজ খুঁজে নিজেদের ইচ্ছে হিসেবে কাজ করে। আর যারা স্বাধীন হয়ে ফ্রিল্যান্সিং এ কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।  ফ্রিল্যান্সিং করে বর্তমানে হাজার হাজার মানুষ ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে । যা আজকাল মানুষ ফুল টাইম জব বা চাকরি করেও পায় না। ফ্রিল্যান্সিং এর  সাইট গুলোর মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা বা অভিজ্ঞতা অনুযায়ী কাজ খুঁজে নেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লায়েন্টস দেড় তার কাজ করে দেন।  এই কাজের বিনিময়ে ক্লায়েন্ট তাকে নির্দিষ্ট পরিমান অর্থ দিয়ে থাকে।  ফ্রিল্যান্সিং এমন একটি সাইট যেখানে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে নেয়, এবং তার পাশাপাশি কতটুকু সময়ে কাজ শেষ করবেন , কাজ করার জন্য কত টাকা নিবেন ইত্যাদি নিজেই ক্লায়েন্ট এর সাথে কথা বলার মাধ্যমে ঠিক করে নিতে পারবেন।

পরিশেষে বলা যায় যে ,  ফ্রিল্যান্সিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে  নিজের দক্ষতা বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যদের কাজ করে দেয়া এবং বিনিময়ে নির্দিষ্ট পরিমান অর্থ নেয়া।  কাজগুলো হতে পারে যেমন : content writing, selling service , brand promote, digital service etc.

 

ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন ?

 

আজকাল অনেকেরই কনফিউশন থাকে যে ফ্রিল্যান্সিং করে কত মানুষ ঘরে বসে কত টাকা ইনকাম করছে আমি কি পারবো ফ্রিল্যান্সিং করতে ? কি কি লাগবে ফ্রিল্যান্সিং করতে ? তাহলে আসুন জেনে নেই কি কি প্রয়োজন ফ্রিল্যান্সিং করতে ?

ফ্রিল্যান্সিং করার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো অনেক ধৈর্য , ইচ্ছাশক্তি , এবং প্রতিনিয়ত নতুন কিছু শিক্ষার মানসিকতা । যা আপনাকে এই সেক্টরে অনেক ভালো একটি ফলাফল এনে দিতে পারে।

এগুলোর পাশাপাশি যা প্রয়োজন হবে তা হলো কোনো একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা , পর্যাপ্ত ইংলিশ জানা , ক্লায়েন্ট এর সাথে communicate করার দক্ষতা , ইন্টারনেট সম্পর্কে জানা , গুগল বা ইউটুবে থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে রিসার্চ করার দক্ষতা ইত্যাদি।

উপরোক্ত দক্ষতা গুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেই আপনি পারবেন একজন দক্ষ freelancer হতে। 

 

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ আসবেন?

 

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হলো নিজের দক্ষতা , অভিজ্ঞতা, এবং কোনো নির্দিষ্ট ফিল্ড সম্পর্কে নলেজকে অনলাইনে প্রচার করা। আপনার কাজের মান , অভিজ্ঞতা, দক্ষতাই হবে আপনার ব্র্যান্ড , যা আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ ভালো  ব্র্যান্ড বা নাম থাকলে মানুষ আপনার উপর অধিক ভরসা করবে এবং কাজ বা প্রজেক্ট দিবেন।

 

এরপর আমাদের যে কাজ করতে হবে তা হল ফ্রিল্যান্সিং সাইটে একাউন্ট খুলতে হবে । ফ্রিল্যান্সিং এ বর্তমানে অনেক সাইট আছে যেমনঃfivver, upwork, freelancer etc. এ সকল সাইট গুলোতে একাউন্ট খুলে একাউন্টটিকে পোর্টফলিও দিয়ে সুন্দর করে সাজাতে হবে । এমন ভাবে সাজাতে হবে যেন ক্লায়েন্ট আপনার একাউন্ট দেখে বুজতে পারে যে আপনি কতটা দক্ষ এবং আপনাকেই কাজ দেয় । এবং সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তা হল ক্লায়েন্ট এর সাথে সুসম্পর্ক গরে তুলতে হবে ।

এভাবেই নতুনরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ আসতে পারে।

 

ফ্রিল্যান্সিং করলে কি কি সুবিধা হবে ?

 

ফ্রিল্যান্সিং করলে সুবিধার শেষ নেই । অনেক সুবিধা পাওয়া যায় ফ্রিল্যান্সিং করলে । তবে তার মধ্যে সবচেয়ে বেশি যেই সুবিধা গুলো পাই তা হল :

  • টাইমের স্বাধীনতা : যখন ইচ্ছা কাজ করা যায় । ধরাবাধা কোন সময়সীমা থাকে না । আপনার সুবিধা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন ।
  • কাজের স্বাধীনতা : আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কাজ বাছাই করে নিতে পারবেন । আপনি যেই বিষয়ে অনেক বেশি দক্ষ সেই বিষয়টিকে আপনি আপনার পেশা হিসেবে নির্ধারণ করে নিতে পারবেন ।
  • কাজের জায়গার স্বাধীনতা : আপনার কাজের জায়গা আপনি নিজেই ঠিক করতে পারবেন । আপনাকে প্রতিদিন নির্দিষ্ট অফিস এ গিয়ে কাজ করতে হবে এমন নয় । আপনি চাইলে যে কোন যে কোন জায়গায় বসে কাজ করতে পারবেন ।
  • বেতন নির্ধারণ করার স্বাধীনতা : আপনি আপনার নিজের বেতন নিজেই ঠিক করতে পারবেন । মার্কেট প্লেস এ আপনি কত রেট এ কাজ করবেন তা উল্লেখ করে দিতে পারবেন ।
  • একের অধিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ : ফ্রিল্যান্সিং এ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে একসাথে একের অধিক প্রতিষ্ঠানে কাজ করা যায় বা একের অধিক বায়ার এর সাথে কাজ করা যায়।

 

পড়াশুনার পাশাপাশি কাজের সুযোগ 

 

ফ্রিল্যান্সিং এমন একটি মুক্তপেশা যেখানে আপনি চাইলে পড়াশুনার পাশাপাশি কাজ করতে পারবেন। ছাত্র থাকা অবস্থায় আপনি চাইলে ফুল টাইম বা পার্ট টাইম যে কোন টাইমে কাজ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী।

Our Blogs

alt

ডিজিটাল মার্কেটিং কোর্স কেনো...

alt

ফ্রিলান্সিং কি? কিভাবে শুরু...

alt

ভিডিও এডিটিং কেন করা...

  • 0
  • 0

Cart

Item removed. Undo
Join Free Seminar
GET DISCOUNT